বাস্তব জীবন নিয়ে কিছু কথা & ভালোবাসা নিয়ে বাস্তব কিছু কথা

জীবনটা অল্প সময়ের বলেই মাঝে মাঝে সবকিছু এতো সুন্দর মনে হয়৷ আমরা বেশি দিন ভালোবাসতে পারি না বলেই ভালোবাসার জন্য এতো হাহাকার |কেউ যদি কাউকে হাসাতে পারে,সে তাকে বিশ্বাস করবে এবং পছন্দও করতে শুরু করবে৷

হৃদয়ের গভীরে যে বসবাস করে, তাকে সব কিছু বলতে হয় না৷ অল্প বললেই সে বুঝতে পারে৷ মানুষের বাস্তব জীবন খুবই কঠিন আবেগ দিয়ে জীবন কখনোই পরিচালনা করা যায় না। বাস্তবতার মুখোমুখি হলে আবেগ কোন সময় কাজ করে না।  জীবন অনেকটা আয়নার মত।  আপনি যদি হাসি খুশি থাকেন সবসময়, জীবন আপনাকেও খুব হাসিখুশি জীবন উপহার দিবে।তাই সবসময় ভালো থাকুন এবং চেষ্টা করুণ বাস্তবতা কে সামনে রেখে চলতে এবং আবেগকে কন্ট্রোল করে চলতে।  তাহলে আপনিই পারবেন আপনার জীবনের সব চাইতে সুখী মানুষ হতে৷  মোহের কাছে কখনো পরাজিত হওয়া ঠিক নয়।  তবে অনেক মানুষ আছে যারা মোহ কে জয় করে বাস্তবতাকে সামনে রেখে জীবনে জয়ী হয়।

বাস্তব জীবন নিয়ে কিছু কথা

কিছু বাস্তব কথা ও উক্তি নিয়ে লেখা এই পোস্ট। এই কথা আর উক্তি গুলো আমাদের সবার পড়া উচিৎ। আমাদের কল্পনা আর বাস্তবতা কখোনই এক হয় না।

তাই আমরা যা কল্পনা করি বাস্ততে তা না হলেই আমরা কষ্ট পাই। কিন্তু আমাদের বুঝা উচিত যে, কল্পনা আর বাস্তবতা এক না। দুই টা সম্পূর্ণ দুই জিনিস । জীবন নিয়ে আমাদের অনেক চিন্তা করতে হবে।

إرسال تعليق

أحدث أقدم

বাংলাদেশ

বিনোদন